ময়মনসিংহের গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া সরকারি হাই স্কুলের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে এ উপলক্ষে স্কুল হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মার্কাজ মাদরাসার শিক্ষকরা। পরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ১৯০৬ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন এতদাঞ্চলের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী নাসির উদ্দিন খান। এ সমাজ সেবককে সহযোগিতা করেন কাজী হালিম উদ্দিন, ছাবিদ উল্লাহ মাস্টার ও হুমায়ুন কবীর।
এ শিক্ষানুরাগীরা গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল ছাড়াও আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন।