নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে শ্রেণিকক্ষে ধর্ষণে দায়ে করা মামলায় রহমত আলী (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন ট্রইব্যনালের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম আমেদাদুল হক।
সাজাপ্রাপ্ত আসামি রহমত আলী মোহনগঞ্জ উপজেলার সাইজহাটি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ৩ মে সকালে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ওই শিশুকে ডেকে নিয়ে ফাঁকা শ্রেণিকক্ষে ধর্ষণ করেন রহতম আলী। মেয়ের চিৎকারে লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই ধর্ষক পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনার পর দিন ওই শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে অপরাধ সন্দহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন।