এনসিপির নেতারা খুলনা পৌঁছেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা সার্কিট হাউজে পৌঁছান তাসনিম জারা
খুলনা সার্কিট হাউজে পৌঁছান তাসনিম জারা |সংগৃহীত

গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা এখন খুলনায় অবস্থান করছেন।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় তারা খুলনায় এসে পৌঁছেছেন। তারা খুলনা সার্কিট হাউজ এবং হোটেলে অবস্থান করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে এনসিপির শীর্ষ নেতাদের খুলনায় নিয়ে আসতে নগরীর শিববাড়ী মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশে রওনা হন শত শত নেতাকর্মী। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে আসেন। বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেনা নিরাপত্তায় মোল্লারহাট ব্রিজ পার হন।

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথে হামলাকারীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ের ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ হামলায় কয়েকজন নিহত হয়েছেন।