হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে প্রায় ৩৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর কুর্শি ইউনিয়নের উত্তর গহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের একটি টিম অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
অভিযানকালে দিলীপ দাসের বাড়ি থেকে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করা হয়। এ সময় বিড়ির কার্টুন সরিয়ে ফেলার চেষ্টাকালে রেবা রানী দাস (৪৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি দিলীপ দাসের স্ত্রী বলে জানা গেছে।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ ভারতীয় বিড়ি চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ -এর অধীনে নবীগঞ্জ থানায় মামলার নির্দেশ দেয়া হয়েছে। জব্দকৃত বিড়িগুলো থানার হেফাজতে রাখা হয়েছে।
প্রশাসন জানায়, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিড়ি চোরাচালান বৃদ্ধি পাওয়ায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।



