ফেনীতে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানোর শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ হয়েছে।
শুক্রবার (৩০ মে) বাদ জুমা শহরের পাগলা মিয়ার তাকিয়া মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় দোয়াপূর্ব বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। এরপর মসজিদ প্রাঙ্গণে অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় আলাল ছাড়াও যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারি, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদল সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলাল উদ্দিন আলাল জানান, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীরা কালো ব্যাজ ধারন করেন। এ উপলক্ঢে জেলাব্যাপী দু’হাজার অসহায়-দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার তৈল রয়েছে।
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহরের কালিবাড়িতে প্রার্থনা করা হয়। সন্ধ্যায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে।