চুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
সংস্থাটির খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান চলে। পুরো অভিযানের নিরাপত্তা নিরাপত্তায় ছিল র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত উপস্থিতি।
উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার রায়সা ব্রিকস, শিবপুর এলাকার বর্ষা ব্রিকস, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হিরো ব্রিকস ও দেশ ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় চারটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
অভিযোগ ছিল, কাঠ দিয়ে ইট পোড়ানো, স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানে ভাটা স্থাপন, বৈধ নথিপত্র না থাকা এবং পরিবেশ আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে এসব ভাটায় ইট পোড়ানো হচ্ছিল।
পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমরা সুনির্দিষ্ট অভিযোগ, পরিদর্শন প্রতিবেদন এবং আইনগত ত্রুটির ভিত্তিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছি। আজ চারটি ভাটার চিমনি ভেঙে দেয়া হয়েছে। অবশিষ্ট যেসব ভাটা আইন ভঙ্গ করছে, সবগুলোর বিরুদ্ধেই ধারাবাহিক অভিযান চলবে।’
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার পরিদর্শক নাইম হোসেন, র্যাব-১২ এর লে. কর্নেল কমান্ডার আব্দুল ওয়াহিদ, সেনাবাহিনী, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, এসব অবৈধ ইটভাটা থেকে নির্গত ধোয়ার কারণে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আজকের অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।



