নড়িয়ায় প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে ৩৫ ককটেল উদ্ধার

পাঁচটি বালতিতে রাখা ৩৫টি হাত ককটেল বোমা উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়।

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর

Location :

Shariatpur
উদ্ধার ককটেল বোমা
উদ্ধার ককটেল বোমা |নয়া দিগন্ত

শরীয়তপুরের নড়িয়ায় এক প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে ৫ বালতিতে রাখা ৩৫টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার মিলন মাদবরের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ককটেল বোমা উদ্ধার করা হয়।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে (ওমান) প্রবাসী হওয়ায় বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার ওই ঘরে ককটেল বোমা রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে নড়িয়া থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় পাঁচটি বালতিতে রাখা ৩৫টি হাত ককটেল বোমা উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ নাশকতা চালাতে পারে সেজন্য পুলিশের কর্মতৎপরতা চলছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ককটেল বোমাগুলো উদ্ধার করা হয়। কে বা কারা এগুলো রেখেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।