কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক ইব্রাহিম (৫১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অন্য আরোহী গুরুতর আহত হন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ঢাকা ডেমরার সারুলিয়া এলাকার ডগার পশ্চিম পাড়ার আবু তালেবের ছেলে।
পর্যটক দলের সদস্য সোহেল জানান, ‘সোমবার গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে ছয়টি মোটরসাইকেলযোগে আমরা আটজন বান্দরবানের উদ্দেশে রওনা দেই। বান্দরবান ভ্রমণ শেষে আমাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রামের মিরশ্বানী এলাকায় পৌঁছালে হঠাৎ উল্টো দিক থেকে আসা একটি মিনি ড্রামট্রাক ইব্রাহিমের চলন্ত মোটরসাইকেলকে সজোরে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় একই বাইকের অন্য আরোহী সালাউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।’
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, ‘সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত হন। আহত আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছি।’
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষ করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’



