যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদন হস্তান্তর

তদন্ত প্রতিবেদন কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরাঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন বিশ্বাসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যশোরের ম্যাপ
যশোরের ম্যাপ |নয়া দিগন্ত

যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরাঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন বিশ্বাসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

তদন্তে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম প্রমাণিত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

তবে অপর একটি সূত্র জানিয়েছে, কৃষি কর্মকর্তা রাজিয়ার বিরুদ্ধে কেবল স্থানীয় তদন্ত শেষ না, খামারবাড়ি থেকে ফের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

যদিও রাজিয়া সুলতানা শুরু থেকে ‘ড্যামকেয়ার’ ভাব নিয়ে তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রাজিয়া সুলতানা গত জুন মাসে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদান করেই সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠার পর মহাপরিচালক যশোরাঞ্চলের অতিরিক্ত আলমগীর হোসেন বিশ্বাসকে তদন্তের নির্দেশ দেন। এরপর অতিরিক্ত পরিচালক জেলার উপপরিচালক মোশাররফ হোসেনকে তদন্ত করতে পত্র দেন। পত্র পেয়ে তিনি অতিরিক্ত উপপরিচালক আবুল হাসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন।

এ ব্যাপারে উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, ‘সদর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।’