পাবনা ৬৮/১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পক্ষপাতমূলকভাবে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের বিভাজন করা হয়েছে। তারা বলেন, এই বিভাজনের গ্রেজেট বাতিল করে পাবনা ৬৮/১ আসন পুনর্বহাল করতে হবে।

শফিউল আযম, বেড়া (পাবনা)

Location :

Pabna
পাবনা ৬৮/১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় মানববন্ধন
পাবনা ৬৮/১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় মানববন্ধন |নয়া দিগন্ত

পাবনা ৬৮/১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে, সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে আহ্বায়ক ফজলুর রহমান ফকিরের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পক্ষপাতমূলকভাবে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের বিভাজন করা হয়েছে। তারা বলেন, এই বিভাজনের গ্রেজেট বাতিল করে পাবনা ৬৮/১ আসন পুনর্বহাল করতে হবে।

মানববন্ধন শেষে সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোরশেদুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট নির্বাচন কমিশন দেশের ৩৭টি নির্বাচনী এলাকার আসন পুনর্বিন্যাস করে গ্রেজেট প্রকাশ করে। এতে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা পাবনা-১ আসন থেকে কেটে পাবনা-২ আসনের সুজানগরের সাথে যুক্ত করা হয়। পাশাপাশি সাঁথিয়া উপজেলাকে পাবনা ৬৮/১ সংসদীয় আসন হিসেবে ঘোষণা করা হয়।

এই বিভাজনের বিরুদ্ধে বেড়াবাসী আন্দোলন অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে তারা ইতোমধ্যে বিক্ষোভ মিছিল, হরতাল, সড়ক ও নৌ-পথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।