ফেনী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘আমরা দীর্ঘদিন সুশাসন ও অধিকার থেকে বঞ্চিত। অতীতে সোনাগাজী ও দাগনভূঁঞা উপজেলায় রাজনৈতিক আশ্রয়ে সন্ত্রাস ও মাদকের রাজত্ব কায়েম হয়েছিল। নির্বাচিত হলে শতভাগ সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তুলবো।’
তিনি বলেন, ‘যুবকদের জন্য ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে চাই। আসুন সবাই মিলে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করি।’
আজ শুক্রবার দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী বাজার, সিন্দুরপুর বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় দাগনভূঁঞা উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন আমীর মাওলানা জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাওলানা মোশাররফ হোসেন, সাবেক সদস্য ও জামায়াত নেতা আব্দুল হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।