অনুমোদনহীন কারখানায় শিশু খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে নিপা ফ্লাওয়ার মিলের অভ্যন্তরে শাহী নামের একটি কারখানায় এ অভিযান চালানো হয়।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
অনুমোদনহীন কারখানায় শিশু খাদ্য উৎপাদন করায় জরিমানা
অনুমোদনহীন কারখানায় শিশু খাদ্য উৎপাদন করায় জরিমানা |নয়া দিগন্ত

ফরিদপুরে ফ্লাওয়ার মিলের আড়ালে অনুমোদনহীনভাবে চলছিল শিশু খাদ্য উৎপাদন ও বিপণন। গোপন সূত্রে খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই কারখানা মালিককে নগদ এক লাখ টাকা জরিমানা ও অনুমোদনহীন এসব পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে নিপা ফ্লাওয়ার মিলের অভ্যন্তরে শাহী নামের একটি কারখানায় এ অভিযান চালানো হয়।

ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরশাদ জাহান জানান, সেনাবাহিনী, পুলিশ, বিএসটিআই, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানাটিতে থাকা পণ্যের বিএসটিআই-এর কোনো অনুমোদন পাওয়া যায়নি।

সেখানে নামি-দামি নানা কোম্পানির মোড়কে শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ৫২ ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছিল। ওই কারখানা মালিককে সতর্ক করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অনুমোদন না পাওয়া পর্যন্ত মিলটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।