মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ২নং পূর্ব বেজগাঁও এলাকায় গ্যাস চুলার আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে।
রোববার (৩১ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তিনটি ইউনিট ও তিনটি স্টেশন থেকে কর্মীরা স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যাসের চুলায় পুডিং তৈরি করার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর আশপাশের ঘরে ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছিল। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
ক্ষতিগ্রস্ত আটটি ঘরের মালিকরা হলেন- বাদল শেখ, লিমা আক্তার, আক্কাস শেখ, জহুরুল শেখ ও নজরুল শেখ। সবগুলো ঘর টিন ও কাঠের তৈরি বসতঘর, যেখানে রান্নার ব্যবস্থাও ছিল।
প্রাথমিক সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হয়েছে লিমা আক্তারের ঘর থেকে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসাইন জানান, সিলিন্ডারের গ্যাস চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।