নীলফামারীতে আইনগত সহায়তা দিবস উদযাপিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে আইনগত সহায়তা দিবস উদযাপিত
নীলফামারীতে আইনগত সহায়তা দিবস উদযাপিত |নয়া দিগন্ত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিনটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা আদালত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর পুনরায় ফিরে এসে আদালত চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: আবুল মনসুর মিঞা।

আলোচনা সভায় অন্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ বি এম গোলাম রসুল, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী, জেলা আদালতের জি পি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী বক্তৃতা দেন।