নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মেহেদী হাসান মিলনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে ও সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাবেক কাউন্সিলর মেহেদী হাসান মিলন সিংড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপর দু’জন হলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল উদ্দিন (৩৮) ও হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাশেম আলী ফকির (৪৮)।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।



