সৈয়দপুরে ট্রাক ও বাসের সংঘর্ষে আহত ১৪

বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের মনসুরের ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Location :

Saidpur
সড়কে দুর্ঘটনাকবলিত গাড়িতে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস
সড়কে দুর্ঘটনাকবলিত গাড়িতে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে বাসচালক ও সহকারীসহ ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের মনসুরের ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাকটি দিনাজপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের সামনের বাম পাশের চাকা হঠাৎ পাংচার হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ড্রাইভার। ফলে তা বিপরীত দিকে চলে যায় এবং বাসের সাথে সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকের ভেতর আটকা পড়ে চালক ও সহকারী। চালককে সহজে উদ্ধার করা সম্ভব হলেও সহকারী ট্রাকের দরজায় চাপা পড়ে। এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকচালক সুজন মিয়া জানান, চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারালেও গতি কমিয়ে ট্রাকটি থামানোর চেষ্টা করেছিলাম বলেই ভয়াবহ কিছু ঘটেনি। বাসচালক ও যাত্রীরা তেমন আহত হননি। তবে বাসের সহকারী এবং আমি ও আমার সহকারী গুরুতর আহত হয়েছি। আমি এখানে ভর্তি আছি আর বাস ও ট্রাকের সহকারী দু’জনকে রংপুরে পাঠানো হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন, রংপুর থেকে দিনাজপুরগামী গেট লক বাস সোনার তরী ও সেভোক ট্রান্সপোর্ট এজেন্সির ৬ নম্বর ট্রাক এর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ট্রাকচালক এবং বাস ও ট্রাকের সহকারীরা। তবে ট্রাকচালকের দু’পা আটকা পড়ে ট্রাকের ভিতরে। তাকে দরজা ভেঙে উদ্ধার করা হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: নিঘাত পারভীন বৃষ্টি জানান, ট্রাকচালক, সহকারী এবং বাসের সহকারীসহ মোট ১৪জন রোগী এসেছিল। তার মধ্যে ট্রাকচালককে এখানে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সহকারী দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে গুরুতর আহত ট্রাক ও বাসের সহকারীকে রংপুরে পাঠানো হয়েছে।

এ সময় মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করেছি। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।