ভিসি ড. মোস্তাফিজুর রহমান

গাকৃবি’র মান উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছে

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরন্তর কাজ করে যাচ্ছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাকৃবির মান উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছে :  ভিসি
গাকৃবির মান উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছে : ভিসি |নয়া দিগন্ত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্রেডিটেশন স্বীকৃতির জন্য ‘কোর্স ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’। এই প্রশিক্ষণ দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষাক্রম ও শিক্ষা কার্যক্রমকে জাতীয় এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সংস্থাগুলোর মানদণ্ড অনুযায়ী সুশৃঙ্খলভাবে নথিভুক্ত ও দালিলিকভাবে প্রমাণযোগ্য করে তোলা।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। অ্যাক্রেডিটেশন পেতে সহায়ক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন গাকৃবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালক এবং গাকৃবির অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য প্রফেসর ড. শেখ শামীম হাসান। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অটাম ২০২৪ এবং সামার ২০২৫ টার্মের কোর্স ইন্সট্রাক্টরবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষক ড. আইভী অ্যাক্রেডিটেশনের পরিচিতি এবং প্রক্রিয়া বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। পরে ভিসি ড. রহমান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশিকার ওপর একটি প্রাণবন্ত সারসংক্ষেপ তুলে ধরেন।

ভিসির আলোচনায় অ্যাক্রেডিটেশন পেতে সহায়ক ‘কোর্স ডকুমেন্টেশন’ বিষয়টি অধিকতর গুরুত্ব পাওয়ার পাশাপাশি স্বচ্ছতা, সুশাসন ও তথ্যভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণে করণীয় এবং বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের অনবদ্য সাফল্যগাঁথা তুলে ধরা হয়। আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে কোর্স ডকুমেন্ট ফাইল তুলে দেন ভিসি। পরে অন্যান্য স্পিকারগণ প্রশিক্ষণে স্ব-স্ব অংশে অ্যাক্রেডিটেশনের কোর্স ডকুমেন্টেশন বিষয়ক শিক্ষার পরিকল্পনা, কাঠামো, পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া ও শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যাদি এবং ফাইল কমপ্লায়েন্স বিষয়ক সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টেশন, তথ্য যথাযথভাবে সংরক্ষণ, প্রক্রিয়াকরণসহ প্রোগ্রাম লার্নিং আউটকামস (পিএলও) কোর্স লার্নিং আউটকামস (সিএলও) অর্জন ও ভবিষ্যতের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, প্রশিক্ষণে স্পিকারদের আলোচনার শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।