চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ভবন থেকে সাগর হোসেন (৫০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের একাডেমি মোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি ওজোপাডিকো লিমিটেডের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। নিহত যুবক কুষ্টিয়া জেলার পোড়াদহ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, সাগর হোসেন ভবঘুরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। একাডেমি মোড়ের মাইক্রোস্ট্যান্ড এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে চালকরা পরিত্যক্ত ভবনের ভেতরে লাশটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। পুলিশের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’



