হাদির মৃত্যুর সংবাদে বিক্ষোভে উত্তাল খাগড়াছড়ি

জুমার পর গায়েবানা জানাজা ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
বিক্ষোভে উত্তাল খাগড়াছড়ি
বিক্ষোভে উত্তাল খাগড়াছড়ি |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য মঞ্চ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা।

এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে সর্বস্তরের ছাত্রজনতা অংশ নেন। বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিসহ ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ’, ‘বিপ্লবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আমার ভাই মরল কেন প্রশাসনের জবাব চাই’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ শেষে শাপলা চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে এবং আগামীকাল জুমার পর গায়েবানা জানাজা ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা।