খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ

শনিবার দুপুরে নগরীর আলোকার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাবার বিতরণ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাবার বিতরণ |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর আলোকার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মাওলানা ইকবাল হোসেন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি-অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে অন্যদের মধ্যে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা আজ সারা বাংলার মানুষের প্রত্যাশা। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। দেশের ক্রান্তিকালে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকার কারণেই তার জন্য বাংলাদেশসহ সারা বিশ্বে দোয়া করা হচ্ছে।’

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম বলেন, ‘সারাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে আবারো জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’