শাড়ি কেনা নিয়ে বাগ্বিতণ্ডা, স্ত্রীর পিঁড়ের আঘাতে স্বামী নিহত

নবান্ন উৎসবের জন্য স্বামীর কাছে শাড়ি কিনতে চান রেহেনা। পরে কিনে না দেয়ায় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রেহেনা তার বসার পিঁড়ে দিয়ে হাফিজুলের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
স্ত্রী রেহেনা বেগম
স্ত্রী রেহেনা বেগম |নয়া দিগন্ত

দিনাজপুরের বিরামপুরে নবান্নের নতুন শাড়ি কেনা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে স্ত্রীর পিঁড়ের আঘাতে স্বামী হাফিজুল ইসলাম (৬৫) নিহত হয়েছেন। ঘটনায় স্ত্রী রেহেনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কুচিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম ওই এলাকার মরহুম আব্দুস সামাদের ছেলে।

পরিবার সূত্র জানায়, নিহত হাফিজুল ইসলাম পেশায় একজন মিষ্টি বিক্রেতা। নবান্ন উৎসবের জন্য স্ত্রী রেহেনা বেগম তার স্বামীর কাছে শাড়ি কিনতে চেয়েছিলেন। শাড়ি কিনে না দেয়ায় সকালে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় স্ত্রী রেহেনা তার বসার কাঠের পিঁড়ে দিয়ে স্বামী হাফিজুলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত নারী রেহেনাকে আটক করা হয়েছে।