লৌহজংয়ে পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার

উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামে থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য সাড়ে ১৬ লাখ টাকা।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামে থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য সাড়ে ১৬ লাখ টাকা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম সোমবার দুপুরে নয়া দিগন্তকে জানান, লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা গ্রামে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার একপর্যায়ে গোয়ালীমান্দ্রা গ্রামের জনৈক সুভাস দাসের বসত ঘরের পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় ৫,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।