লোহাগড়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

লোহাগড়ায় সাপের কামড়ে মাদরাসাশিক্ষার্থী সানজিদা খানমের মৃত্যু হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নিলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নড়াইল জেলা হাসপাতাল
নড়াইল জেলা হাসপাতাল |ফাইল ছবি

শরিফুজ্জামান, লোহাগড়া (নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে সানজিদা খানম (১২) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

সানজিদা খানম লোহাগড়া উপজেলার করফা গ্রামের রোমান ভুঁইয়ার মেয়ে। সে তার মামা বাড়ি ডিগ্রিরচর গ্রামের একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

ইতনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল শেখ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে সানজিদা খাবার শেষে ঘুমিয়ে যান। পরে রাত ১টার দিকে তাকে সাপে কামড় দেয়। পরে স্বজনরা টের পেয়ে তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হয়। এরপর বুধবার ভোররাত ৪টার দিকে জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার জানান, বুধবার ভোররাত ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।