সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজের এক দিন পর গ্রামের বিল থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাউটি বিলের কাড়ার পাড় এলাকা থেকে স্থানীয়রা জাল ফেলে তার লাশ উদ্ধার করেন।
নিহতের নাম হানিফ মিয়া (৩৫)। তিনি একই ইউনিয়নের চানপুর খেয়াঘাট এলাকার মনতাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হানিফ মিয়া বাড়ি থেকে গরু চরাতে রাউটি বিলে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার স্ত্রী বিলের কাড়ারপাড়ে গরু খুঁজে পান, তবে স্বামীকে আর দেখতে পাননি। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে মসজিদের মাইকেও প্রচার করা হয় এবং রাতভর খোঁজাখুঁজি চালানো হয়। কিন্তু কোনো খোঁজ না মেলায় শনিবার সকালে স্থানীয়রা বিলের পানিতে জাল ফেললে হানিফের লাশ পানির নিচ থেকে উদ্ধার হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’



