সিরাজগঞ্জের তাড়াশে একদল ডাকাত নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার, বীজধানসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার নওগাঁ বাজারে এ ঘটনা ঘটে। শনিবার সকালে লোকজন জানতে পেরে পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওগাঁ বাজারে মিল্টনের বীজধানের গোডাউনে ডাকাতরা হানা দিয়ে তালা ভেঙে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির ৫০ কেজি ওজনের ১২০ বস্তা বীজধান লুট করেন। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
অপরদিকে ডাকাতরা বাজারের পূর্বপাশে মো: আনিসুর রহমানের বাসা-বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চেতনানাশক ছিটিয়ে বাড়ির লোকজনকে অজ্ঞান করেন। এরপর ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ আট লাখ টাকা, ১০ ভরি রৌপ্য ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান।
সকালে প্রতিবেশীরা টের পেয়ে অজ্ঞান অবস্থায় আনিসুর রহমান ও তার স্ত্রী আদুরী খাতুনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে চেতনানাশক ছিটিয়ে আটটি ডাকাতি সংঘটিত হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান জানান, এটা ডাকাতি নয়, সংঘবদ্ধ চুরি। এ অপরাধী চক্রকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।



