পরিকল্পিত বাগান করি, সবুজ হোসনাবাদ গড়ি এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন গার্ডেনিং হোসনাবাদের উদ্যোগে বরিশালের গৌরনদী উপেজেলার হোসনাবাদ গ্রামে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) শুরু হবে ‘গ্রিন ফেস্ট-২৫’।
১১ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকেল ৪টায় উত্তর হোসনাবাদ আহমদ আব্দুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
উদ্বোধন করবেন গার্ডেনিং হোসনাবাদের আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের অনলাইন এডিটর মোস্তাফিজুর রহমান।
১১ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন অভিযান, মেধাবী শিক্ষার্থীদের গাছ উপহার, উন্মুক্ত রাস্তায় বৃক্ষরোপন, মতবিনিময়, র্যালি, ভলান্টিয়ার সমাবেশ, সচেতনতা তৈরির উদ্দেশ্যে স্টিকার লাগানো ইত্যাদি।
বৃক্ষরোপনে অনুসরণ করা হবে ন্যাশনাল হার্বেরিয়াম নীতিমালা।
জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার সৈয়দ আতিকুর রহমান গার্ডেনিং হোসনাবাদের উদ্যোগের প্রসংশা করে গ্রিন ফেস্ট-২৫ এর সাফল্য কামনা করেন। তিনি বলেন, গাছ মানুষকে শুধু অর্থনৈতিকভাবে লাভবানই করছে না, জীবন ধারনের অন্যতম প্রধান উপসর্গ অক্সিজেন সরবরাহ করছে। মৌসুমী ফলগুলো মানুষের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াচ্ছে। রোগ প্রতিরোধে এন্টিবায়োটিকের কাজ করছে। গাছ না থাকলে বৃষ্টি কম হয়। গরম বেড়ে যায়। এজন্য বৃক্ষরোপনকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
আরো পড়ুন: গার্ডেনিং হোসনাবাদ : একটি গ্রামকে বাগানে রূপায়ণের স্বপ্ন
গত বছর শুরু হওয়া গার্ডেনিং হোসনাবাদের এ উদ্যোগে অর্ধশতাধিক তরুণ স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বাগান তৈরি, রাস্তার দুই পাশে ফুল ও ফলের গাছ লাগানো, প্রতিটি বাড়িতে বাগান, ছাদ বাগান, মসজিদকেন্দ্রিক সবুজায়ন, বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, ওষুধি গাছ রোপণ এবং সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাকে পরিবেশবান্ধব করে তুলছেন।
গার্ডেনিং হোসনাবাদের এ উদ্যোগটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
গ্রিন ফেস্ট চলাকালে বৃক্ষরোপন অভিযানে তাল, নিম, কাঁঠাল, আমলকি, চালতা, কদবেল, জাম্বুরা, জলপাই, জাম, আমরা, কাঠ বাদাম, অর্জুন, ছাতিয়ান, করছল, কৃষ্ণচুড়া, রাধাচুড়া, মোসান্ডা, কামিনি, শেফালি, শিউলি, বকুল, রঙ্গন, হাসনাহেনা, কদমসহ অর্ধশতাধিক প্রজাতির দুই সহস্রাধিক গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান গার্ডেনিং হোসনাবাদের আহবায়ক মোস্তাফিজুর রহমান।
গ্রিন ফেস্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রথম শ্রেণীর জাতীয় পত্রিকা দৈনিক নয়া দিগন্ত ও বরিশাল থেকে প্রকাশিত একমাত্র রঙ্গিন পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী।