পটুয়াখালীর দশমিনায় মৎস্য বিভাগের অভিযান চলাকালীন সময়ে অভিযানকারী টিমের ওপর হামলা চালিয়েছে জেলেরা।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার তেঁতুলিয়া নদীর উত্তরাংশে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে নিধেষাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে তেঁতুলিয়া নদীর উত্তরাংশের কিছু জেলেরা লাঠি, ইট-পাটকেল নিয়ে ট্রলারের দিকে আক্রমণ চালায়। উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তাকে লক্ষ্য করে এ ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। হামলার কারণে অভিযানের ট্রলারটি চরের দিকে সরে গিয়ে নিরাপদে আশ্রয় নেয়ার চেষ্টা করে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে অভিযান টিমকে উদ্ধার করে।
এ বিষয়ে মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুল হাসান জানান, অবরোধ চলাকালীন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা বরাবরই হয়ে থাকে। এটি আহামরি কিছু নয়, বরং তুচ্ছ ঘটনা। ধাওয়া-পাল্টা ধাওয়া হওয়া স্বাভাবিক বিষয়। তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।
হাজীরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস বিশ্বাস জানান, হামলার বিষয়ে থানা পুলিশের মাধ্যমে সংবাদ পেয়েছি। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইরতিজা হাসান জানান, মৎস্য দফতর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নৌ-পুলিশের মাধ্যমে ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। অভিযানের সময় দুষ্কৃতিকারীরা এ হামলা চালিয়েছে। আমরা চেষ্টা করছি হামলাকারীদের সনাক্ত করতে। যদি তারা অন্য জেলার হয় তবে সংশ্লিষ্ট ডিসি ও এসপি মহোদয়কে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।