‘আমি নির্বাচিত হলে আমার সাথে দেখা করতে গেট পাস লাগবে না, পরিবহন সেক্টরে কোন চাঁদাবাজি হতে দেব না, ন্যায্য অধিকার আদায়ের জন্য কোন আন্দোলন করতে হবে না’, বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী মনোনীত নোয়াখালী-১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফ উল্লাহ।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় আনোয়ারা কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে সোনাইমুড়ী পৌর পরিবহন শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সাইফ উল্লাহ বলেন, ‘সকল শ্রমজীবী, পেশাজীবী, সাধারণ দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর যথোপযুক্ত চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানসহ জীবনমান উন্নয়নে প্রাপ্য অধিকার নিশ্চিত করব। এছাড়া মসজিদভিত্তিক মক্তব চালুসহ সকল ধর্মীয় (অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানসহ) প্রতিষ্ঠানে চাকরিরত ব্যক্তিবর্গের যথাযোগ্য সম্মান ও বেতন ভাতা নিশ্চিত করব ‘
পরিবহন শ্রমিক নেতা শিমুল ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা জামায়াত আমির হানিফ মোল্লা, জেলা সড়ক পরিবহন সভাপতি নোমান সিদ্দিক, সোনাইমুড়ি পৌরসভা জামায়াত আমির আব্দুল মতিন। এ সময় জামায়াতে ইসলামী ও পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



