মির্জাগঞ্জে শ্রীমন্ত নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের বয়স বোঝার অবস্থায় নেই, শরীরের সব অংশ পচে গেছে।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Patuakhali
অর্ধগলিত লাশ উদ্ধার।
অর্ধগলিত লাশ উদ্ধার। |ফাইল ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীমন্ত নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শ্রীমন্ত নদী থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।

‎কাঠালতলী তদন্তকেন্দ্রের এসআই মো: শহীদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় শ্রীমন্ত নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি নৌপুলিশের সহায়তায় উদ্ধার করে।

‎পটুয়াখালী নৌ পুলিশের ইন্সপেক্টর মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের বয়স বোঝার অবস্থায় নেই, শরীরের সব অংশ পচে গেছে। তারা পরনে একটা প্যান্ট আছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।