সিংড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আখতারুজ্জামান, সাইফুল সদস্য সচিব

বৃহস্পতিবার সকালে চলনবিল গেট এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
আহ্বায়ক আখতারুজ্জামান, সাইফুল সদস্য সচিব
আহ্বায়ক আখতারুজ্জামান, সাইফুল সদস্য সচিব |নয়া দিগন্ত

নাটোরের সিংড়া উপজেলা প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সাত সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চলনবিল গেট এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম।

সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আখতারুজ্জামান (দৈনিক নয়াদিগন্ত), যুগ্ম আহ্বায়ক খান মো: শারফুল ইসলাম খোকন (দৈনিক আমাদের সময়), সদস্য সচিব সাইফুল ইসলাম (দৈনিক যুগান্তর ও অবজারভার), সম্মানিত সদস্য আব্দুর রশিদ (দৈনিক সমকাল), অধ্যাপক হারুন অর রশিদ (দৈনিক জনদেশ), আবু বক্কর সিদ্দিক (দৈনিক এশিয়াবাণী), আব্দুল আলীম খাজা (দৈনিক বগুড়া)।

এ সময় সাংবাদিক ও পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, রাকিব হাসান, টিপু সুলতান, আতিকুর রহমান, রিপন হোসেন, অনিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।