বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদ জিয়া একটি দুর্ভিক্ষপীড়িত দেশকে নিজের সততা, দক্ষতা দিয়ে স্বনির্ভর দেশে পরিণত করেছিলেন। একটি ভিত্তির ওপর দাঁড় করেছিলেন।’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা বিএনপির আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের পৌর শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ জিয়া ঘোষিত ১৯ দফার ইতিবাচক রাজনীতির কারণে আজও বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল জানিয়ে রিজভী বলেন, ‘আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে।’
এসময় তিনি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল বিজয়ী করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর বিরুদ্ধে ছাত্রশিবির নেতাকর্মীরা অপপ্রচার করছে। তারা নারীদের সাইবার বুলিং ও হুমকি দিচ্ছে।’
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিরও সমালোচনার সময় প্রশ্ন করেন, এমন কর্মকান্ড করে ছাত্রশিবির সাধারণ ছাত্রদের সমর্থন পাবে কি করে? এ ছাড়া রাকসু, জাকসু, চাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, মাহমুদুর রহমান সুমন, মাহবুবুল ইসলাম শপথ, ডা: লোহানী, ডা: জাহিদুল ইসলাম, ডা: আব্দুল আউয়াল, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল প্রমুখ।
রিজভী দুপুরে জেলা মৎস্যজীবি দলের আয়োজনে শহরের করতোয়া নদীর এসপি ব্রিজ এলাকায় পোনা মাছ অবমুক্ত করেন।