নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারী বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে বুধবার (১২ নভেম্বর) দুপুরে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
বেগমগঞ্জ থানা, নোয়াখালী
বেগমগঞ্জ থানা, নোয়াখালী |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের পন্ডিত বাড়ির আব্দুল করিমের বিল্ডিংয়ের পাশে গাছের ডাল কাটতে শুরু করে জায়গার মালিক। ওই সময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন লক্ষনপুর গ্রামের কচুর বাড়ির আবু বক্কর ছিদ্দিকের ছেলে খোকন। এ সময় অসাবধানতাবশত গাছের ডাল পরে বিদ্যুতের তার ছিঁড়ে ওই বৃদ্ধের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।’