জামায়াত আমিরের দেয়া ঘর ও গাভী পেল শিশু আছিয়ার পরিবার

শিশু আছিয়ার মা জামায়াত আমিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জামায়াত আমির ডা: শফিকুর রহমান হুজুরের কথা অনুযায়ী বাছুর সহকারে একটি গাভী পেয়েছি, একটা গোয়ালঘর পেয়েছি। আমি স্বাবলম্বী হতে পারবো। সেই সাথে আমার মেয়েকে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।’

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
জামায়াত আমিরের দেয়া ঘর ও গাভী পেল শিশু আছিয়ার পরিবার
জামায়াত আমিরের দেয়া ঘর ও গাভী পেল শিশু আছিয়ার পরিবার |নয়া দিগন্ত

মাগুড়ায় ধর্ষণ ও হত্যার শিকার শিশু আছিয়া খাতুনের পরিবারকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী জামায়াত আমিরের পক্ষ থেকে গোয়াল ঘর, গাভী ও বাছুর বুঝিয়ে দিয়েছেন জেলা জামায়াতের আমির।

বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে পরিবারকে সবকিছু বুঝিয়ে দেয়া হয়েছে।

এদিন শিশু আছিয়ার নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে উপস্থিত হয়ে তার পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন জেলা জামায়াত আমির অধ্যাপক এম বি বাকের হুসাইন। এ সময় তার পরিবারের পক্ষ থেকে আছিয়ার মা আয়েশা খাতুনের হাতে বাছুরসহ একটি গাভী ও সদ্য নির্মিত গোয়ালঘর বুঝিয়ে দেন জামায়াতে ইসলামী নেতারা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা প্রচার সেক্রেটারি সাংবাদিক মো: সাইফুল্লাহ, পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমির মাওলানা অধ্যাপক ফখরুদ্দিন মিজান, সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: মুজাফফর হোসেন মুন্না, ওয়ার্ড সভাপতি আব্দুল মাজেদসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতারা।

এ সময় আছিয়ার মা জামায়াত আমিরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘জামায়াত আমির ডা: শফিকুর রহমান হুজুরের কথা অনুযায়ী বাছুর সহকারে একটি গাভী পেয়েছি, একটা গোয়ালঘর পেয়েছি। বর্তমানে এ গরু থেকে দুধ বিক্রি করে আমার ছেলে মেয়েদের নিয়ে থাকতে পারবো। আমার খারাপ সময়ে হুজুরের এ সহযোগিতায় আমি স্বাবলম্বী হতে পারবো, ইনশাআল্লাহ। সেই সাথে আমার মেয়েকে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।’

মাগুরা-১ আসনে জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন সাংবাদিকদের জানান, জামায়াত মানব কল্যাণে নিয়োজিত রয়েছে, মানুষের শান্তির লক্ষ্যে নির্যাতিত পরিবারের পাশে জামায়াতের নেতারা দাঁড়িয়েছেন। আছিয়ার সাথে নির্মম যে ঘটনাটি ঘটেছে এর পর থেকেই জামায়াত আমির ডা: শফিকুর রহমানের দিক নির্দেশনায় আমরা বিভিন্ন সময় এ পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। ইনশা-আল্লাহ সামনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

জেলা জামায়াত আমির অধ্যাপক এম বি বাকের বলেন, ‘শিশু আছিয়ার দোয়া মাহফিল ও কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময় ডা: শফিকুর রহমান এ পরিবারকে স্বাবলম্বী করার জন্য পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। আজ তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে শিশুটির মা আয়েশা বেগমের হাতে আমরা একটি বাছুরসহ দুধওয়াল গাভী ও একটি সুন্দর গোয়ালঘর তৈরি করে হস্তান্তর করলাম। আমাদের গরুটি ক্রয় করতে খরচ হয়েছে ১ লাখ ৬২ হাজার টাকা। আমরা লক্ষ্য করেছি এ গরুটি থেকে প্রতিদিন ৯-১০ লিটার দুধ সংগ্রহ করা যাবে। সংগৃহীত দুধ বিক্রির টাকা দিয়ে পরিবারটির খরচ মেটানো যাবে। আমরা আশা করি, ধীরে ধীরে পরিবারটির অর্থনৈতিক অভাব দূর হবে।’

উল্লেখ, গত ১ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।