আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন প্রত্যাহারকারী বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির।
এ বিষয়ে মনোনয়ন প্রত্যাহারকারী ঢাকা জেলার আমির মোঃ আব্দুর রউফ বলেন, ১০ দলীয় জোট এবং দলীয় সিদ্ধান্তের কারণে ঢাকা-২০ ধামরাই আসন থেকে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।
ঢাকা-২০ ধামরাই আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ, জাতীয় পার্টির আহছান খান আছু, খেলাফত মজলিসের মুফতি আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল আরজু মিয়া, এবি পার্টি মোঃ কর্নেল হেলাল উদ্দিন।



