মহাদেবপুরে প্রতিবেশীর মারধরে একজন নিহত

এ ঘটনায় নিহত জহিরুল ইসলাম খোকনের ছেলে শরিফুল ইসলাম বুধবার (২ এপ্রিল) বিকেলে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে জহিরুল ইসলাম খোকন (৫৬) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার খোর্দ্দনারায়ণপুর দক্ষিণ পাড়ায় ঘটা এ ঘটনায় নিহত জহিরুল ইসলাম খোকনের ছেলে শরিফুল ইসলাম বুধবার (২ এপ্রিল) বিকেলে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

নিহত খোকন খোর্দ্দনারায়ণপুর দক্ষিণ পাড়ার মৃত জান বক্সের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যারাতে জহিরুল ইসলাম খোকন অটোচার্জার গাড়িতে করে আত্মীয়ের বাড়ি থেকে বেড়িয়ে এসে নিজ বাড়ির কাছে অটোচার্জারটি রেখে চালকসহ মালপত্র নিয়ে তার বাড়িতে যান। এ সময় রাস্তার পাশে অটোচার্জার রাখার অভিযোগে প্রতিবেশী শাহীন শেখের ছেলে আপন শেখসহ বেশ কয়েকজন প্রতিবেশী জহিরুল ইসলাম খোকন, তার ছেলে শরিফুল ইসলামকে বেধড়ক মারধর করতে থাকে। গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম খোকনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহীন রেজা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।