বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ‘নির্বাচনের মাঠ সমতল কিনা- তা অবশ্যই নিশ্চিত করতে হবে। কারণ সংস্কার ও নির্বাচনের মাঠ সমতল ছাড়া নির্বাচন কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে না। সকল দলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’
শুক্রবার (২৭ জুন) নরসিংদী-২ (পলাশ) আসনের ভোট কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ কথা বলেন।
পলাশ উপজেলা আমির মাওলানা আবুল কাশেম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নরসিংদী জেলা আমির মাওলানা মোছলেহুদ্দীন। আরো বক্তব্য দেন- নরসিংদী-২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন। জেলা কর্মপরিষদ সদস্য সায়েদুজ্জামান, আব্দুল জাব্বার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুদ করিম, উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লোকমান, জাকির হোসেন প্রধানসহ ইউনিয়ন প্রতিনিধিরা।
অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘মানুষের মধ্যে ভোটকেন্দ্রে আসার প্রত্যাশাকে, স্বপ্নকে পূরণ করতে হবে। মানুষের ভয়-ভীতি দূর করে ভোটদানের জন্য তাদের প্রস্তুত করতে হবে। আগামী নির্বাচন শুধু নির্বাচন না। এটি জাতির ভাগ্য নির্ধারণের পাশাপাশি জাতির উন্নতি, অগ্রগতি, অধিকার, সার্বভৌমত্ব রক্ষার প্রাণ প্রদীপ হিসেবে বিবেচিত হবে। তাই নির্বাচনের আগে ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা ও সংস্কার কার্যক্রম শেষ করে তা বাস্তবায়ন দ্রুত করাসহ প্রয়োজনীয় সকল কাজ শেষ করতে হবে। জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে।’
প্রধান অতিথি আরো বলেন, ‘নরসিংদী-২ আসনে জনগণ পরিবর্তন চায়। এই পরিবর্তনে জনগণ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে চায়। সেজন্য জনগণ নেতাদেরকে তাদের পাশে পেতে চায়। তাদের কাছে যেতে হবে। ভোট সংগ্রহ করতে হবে। জনগণের ভালোবাসায় সিক্ত হতে হবে। তবেই এই আসনের জনগণ বিজয়ের হাসি হাসবে।’
বিশেষ অতিথি মাওলানা মোছলেহুদ্দী বলেন, ‘খলিফা অর্থ প্রতিনিধি। আপনারা এখানে বহু মানুষের প্রতিনিধি হয়ে এসেছেন। আপনারা এখান থেকে গিয়ে যাদের প্রতিনিধি হয়ে এসেছেন, দায়িত্ব সচেতনতা তৈরি করে তাদেরকে আগামীর যোগ্য করে গড়ে তুলবেন। জামায়াতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে প্রস্তুত করবেন। এর মাধ্যমেই সফলতা অর্জিত হবে।
জেলা সেক্রেটারি ও নরসিংদী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন বলেন, ‘আমাদের বহু সমস্যা আছে। সম্ভাবনার বিশাল দিগন্ত আমাদের হাতছানি দিয়ে ডাকছে। সম্ভাবনাগুলোকে বাস্তবে পরিণত করতে হবে। ঝুঁকি নিতে হবে। জনগণের পাশে দাঁড়াতে হবে। মানুষের ভয় দূর করতে হবে। ভয়কে শক্তিতে পরিণত করতে হবে। এই আসনের জনগণ জামায়াতে ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তাদেরকে সংঘটিত করতে হবে, তাদের পাশে থাকতে হবে। ভয়-ভীতি দূর করে তাদের এগিয়ে নিতে হবে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে। দাঁড়িপাল্লার জোয়ার তাদের সামনে তুলে ধরতে হবে। নির্যাতিত নিপীড়িত মানুষের স্বপ্ন পুরুষে পরিণত হতে হবে। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসের বিরুদ্ধে বলিষ্ঠ হতে হবে। তবেই সফলতা ও বিজয় আসবে ইনশাআল্লাহ।’
সভাপতির বক্তব্যে মাওলানা আবুল কাশেম সিকদার বলেন, ‘আমরা বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিন পার করছি। চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে জনগণকে মুক্ত করব। অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা তাদের সামনে থেকে নেতৃত্ব দিব ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, নরসিংদী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলমের পক্ষে ১২ শ’ প্রতিনিধি নিয়ে মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুরূপ একটি সমাবেশেও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।