চকরিয়ায় কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের সাথে যাত্রীবাহী নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
খাদে পড়ে যায় গাড়ি দুটি
খাদে পড়ে যায় গাড়ি দুটি |নয়া দিগন্ত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের সাথে যাত্রীবাহী নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসে থাকা একই পরিবারের আরো চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে চকরিয়ার উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুর আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বইলছড়ি গ্রামের রফিক আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের চকরিয়া অংশের উত্তর হারবাংয়ের কলাতলী এলাকায় নোহা মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুইটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে যাত্রীবাহী নোহা গাড়ির যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মনসুর আলমকে মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল আমিন বলেন, নোহা গাড়ির এক যাত্রী মনসুর আলম মারা গেছেন। এ সময় আরো চারজন আহত হয়েছেন। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।