বরগুনায় গভীর রাতে বাসে আগুন, আটক ৫

গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
স্বর্না পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা
স্বর্না পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা |নয়া দিগন্ত

পতিত প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ আগুনের ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম-আহ্বায়ক পারভেজ খান, যুবলীগ সদস্য তন্ময় গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি ও সাবেক ছাত্রলীগকর্মী কাওছার আহমেদ রনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে জেলা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে রাত ৮টার দিকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের একটি অংশ। পরে রাত ১টার দিকে আমতলীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্বর্না পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।