সিলেট নগরীতে চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে দোকান কর্মচারী রুমন খুনের ঘটনার প্রধান আসামি আব্বাস মিয়াকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজের বিচারক রোকনুজ্জামানের আদালতে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তবে আলোচিত নৃশংস এ খুনের ঘটনায় মামলা দায়ের হলেও জড়িত অন্য আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে সোমবার (১৪ জুলাই) এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নগরীর কাজিরবাজারে চা দোকানের কর্মচারী রুমন খুনের ঘটনায় এসএমপির কোতোয়ালী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দু’-তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন আব্বাস মিয়া (৫৫), খোকন (৩৫), মোহন (৩৭), রোকন (৩০) ও রোহান (২৫)।
উল্লেখ্য, রোববার (১৩ জুলাই) সিলেট নগরীর কাজিরবাজার মাছ বাজার এলাকায় একটি চায়ের দোকানে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারী রুমন খুন হন। এ ঘটনায় রোববার বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্বাস মিয়াকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। নিহত রুমন সিলেটের দক্ষিণ সুরমার সব্দলপুরের মরহুম তখলিছ মিয়ার ছেলে।
এদিকে, এ ঘটনায় নিহত রুমনের ভাই রেজু মিয়া কোতোয়ালী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দু’ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।