বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ‘বীর নিবাস’ প্রকল্পের উদ্বোধন বৃহস্পতিবার বিকেলে দোয়া-মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত ছিল মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন সরদারের স্ত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি’র নিজ হাতে মিষ্টিমুখ করানোর দৃশ্য।
রিফাত আরা মৌরি বলেন, ‘প্রতিটি বীর নিবাস কেবল একটি ঘর নয়, এটি ইতিহাসের এক জীবন্ত চিহ্ন। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের স্মৃতিকে এই ঘরগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখবে। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য এটি আমাদের ছোট্ট ভালোবাসা ও সম্মান প্রদর্শন।’
তিনিরি আরো বলেন, ‘প্রতিটি বীর নিবাস শুধু একটি বাসস্থান নয় এটি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহস ও আত্মত্যাগের প্রতীক। এই ঘরগুলোতে বসবাস করবেন তাঁদের পরিবার, কিন্তু প্রতিটি ঘর নতুন প্রজন্মকেও স্মরণ করিয়ে দেবে সেই মহান ইতিহাস যার ওপর দাঁড়িয়ে বাংলাদেশ আজকের অবস্থানে পৌঁছেছে।’
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, বিএমএসএফ’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলায় মোট ৯৮টি ‘বীর নিবাস’ নির্মাণ করা হবে। প্রতিটি নিবাসের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ২৭৯ টাকা। শুধু নিরাপদ ও মানসম্মত আবাসনই নয়, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে মানুষের হৃদয়ে প্রজন্মান্তরে জীবন্ত করে রাখাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।