ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘মাদক, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি কাউকে করতে দেয়া হবে না। আমরা দুর্নীতিমুক্ত নড়াইল তথা বাংলাদেশ গড়তে চাই। যদি কেউ চাঁদাবাজি করতে চান, তা সহ্য করা হবে না। কেউ চাঁদা চাইলে আমাকে বলবেন, আমি তারেক রহমানকে জানিয়ে দেবো।’
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে সম্প্রতি দেখা করেছি। তিনি (তারেক) আমাকে নির্দেশনা দিয়েছেন, নড়াইল-২ আসনে ঘরে ঘরে কাজ করার জন্য। এ লক্ষ্যে আমি নিয়মিত গণসংযোগ করছি। মানুষের দোরগোড়ায় যাচ্ছি। আগামি নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। ২০১৮ সালে আমি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম। আশা করছি, এবারের নির্বাচনেও ধানের শীষের মনোনয়ন পাবো। তবে, মনোনয়ন যে কেউ পান না কেন; তার জন্য সবাই একযোগে কাজ করবো। আমি ব্যক্তিগত ভাবে বিভেদ পছন্দ করি না।’
এছাড়া বিএনপি সরকার গঠন করলে নড়াইলে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়ন করা হবে। আগামির প্রধানমন্ত্রী তারেক রহমানকে নড়াইলে নিয়ে আসবো, ইনশাল্লাহ।
শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন-নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ অনেকে।



