সেন্টমার্টিনে খাদ্যপণ্য ও নির্মাণসামগ্রীসহ ২২ পাচারকারী আটক

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা শাকিব মেহবুব এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে সাগর পথে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা শাকিব মেহবুব এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র সাগর পথে বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও নির্মাণসামগ্রী মিয়ানমারে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং ট্রলার তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্টসহ ২২ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।