ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর মতিঝিলে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর শহর শাখা জামায়াত।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শহর আমির অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাটোর সদর আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো: ইউনুস আলী, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আলমগীর হোসেন ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আফতাব আলী প্রমুখ।



