শেরপুরে সদর উপজেলার মির্জাপুরে ধানক্ষেত থেকে আব্দুল লতিফ (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশের এক ধানক্ষেতে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
নিহত আব্দুল লতিফ বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ধানক্ষেতে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় কিছু লোক। পরে তারা সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং লাশের পরিচয় শনাক্ত করে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তির সাথে থাকা অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে শ্বাসরোধে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার। পরে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।