ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে জাকির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জাকির হোসেন চাঁনপুর গ্রামের শিরু মোল্লার ছেলে বলে জানা গেছে।
মৃতের ভাই মনির মোল্লা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জাকির মোল্লা নিজের গাছে উঠে লিচু পাড়তে গিয়ে অসাবধানতায় নিচে পড়ে যান। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: নুসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।