আব্দুর রব ফারুকী সভাপতি

লাকসামের ছিলইন আলিম মাদরাসার গভর্নিং বডি গঠন

Location :

Laksam
মাওলানা আব্দুর রব ফারুকী
মাওলানা আব্দুর রব ফারুকী

আল-আবরার হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুর রব ফারুকীকে সভাপতি ও মাদরাসা প্রধান এ এফ এম মোজাম্মেল হককে সদস্য সচিব করে কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের ছিলইন আলিম মাদরাসার ১২ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি গঠন করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রশাসন প্রফেসর আব্দুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত পত্রে দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

লাকসাম উপজেলার আজগরা ইউপির ছিলইন গ্রামের বড় বাড়ির মাওলানা জাইনুল আবেদিনের পুত্র আব্দুর রব ফারুকী কুমিল্লা জেলা, লাকসাম উপজেলা ও আজগরা ইউনিয়নে নানা সামাজিক ও ছাত্রকল্যাণমূলক কাজে জড়িত। তিনি রাজধানীর শ্যামপুর থানা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

পবিত্র হজ পালন উপলক্ষে মক্কায় অবস্থান করা আব্দুর রব ফারুকী মাদরাসার সভাপতি হওয়ায় এক প্রতিক্রিয়ায় তিনি মাদরাসার সন্তোষজনক ফল, শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।