ঈদগাঁওতে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon
ঈদগাঁওতে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক
ঈদগাঁওতে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঈদগাঁও বাজারের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা ও সমর্থন অর্জনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। প্রতিটি ভোটারকে ইসলামী আন্দোলনের সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।’

সভাপতির বক্তব্যে মাওলানা ছলিম উল্লাহ জিহাদী বলেন, ‘আমরা নির্বাচনকে কেন্দ্র করে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি সক্রিয় হলে ইনশাআল্লাহ বিজয় আমাদের অনিবার্য।’

উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা ছৈয়দ নুর হেলালী, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম ও বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।