জাবাল-ই-নূর মাদরাসার পুরস্কার বিতরণ

‘সংস্কৃতি ও সাংস্কৃতিক বিপ্লব না করতে পারলে আমরা হেরে যাব’

‘নৈতিকতা ও জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা লাভ করতে হবে। আর এর মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
পুরস্কার বিতরণী
পুরস্কার বিতরণী |নয়া দিগন্ত

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা বলেছেন, ‘সংস্কৃতি ও সাংস্কৃতিক বিপ্লব না করতে পারলে আমরা হেরে যাব।’

তিনি আরো বলেন, ‘নৈতিকতা ও জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা লাভ করতে হবে। আর এর মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। কিন্তু এ কাজটি করতে ব্যর্থ হওয়ার কারণে আমরা নিপীড়িত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিগৃহীত হচ্ছি। সবার কাছে আমাদের হেনস্থা ও তুচ্ছ-তাচ্ছিল্লের শিকার হতে হচ্ছে। জাবাল-ই-নূর মাদরাসা সেই নৈতিকতা ও জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা দেয়ার চেষ্টা করে যাচ্ছে।’

শনিবার (১৫ নভেম্বর) সাভার পৌর এলাকার ডগরমোড়ার জাবাল-ই-নূর আলিম মাদরাসার মূল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডা: মো: সাইফুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদ। জাবাল-ই-নূর আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাবাল-ই-নূর ফাউন্ডেশনের নির্বাহী সদস্য রেজাউল করিম দ্বীন ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত জিএস মো: মাজহারুল ইসলাম এতে বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন জাবাল-ই-নূর ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শাখার অধ্যক্ষ ও পরিচালকরা।

দিনের দ্বিতীয় অংশে বিকেলে জাবাল-ই-নূর ফাউন্ডেশন পরিচালিত পাঁচটি মাদরাসার ১৬০ জন শিক্ষক/শিক্ষিকার সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলার এম কে টাওয়ারের অডিটোরিয়ামে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও ইনসেনটিভ প্রদান প্রোগাম অনুষ্ঠিত হয়।