নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ কাউখালী উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) ও মঙ্গলবার কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক মো: সোহাগ ও ঘাগড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো: সাগর।
আটক পাঁচজনের মধ্যে দু’জন কলমপতি ইউনিয়ন, দু’জন ঘাগড়া ইউনিয়ন ও একজন বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ বলেন, ‘গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণার দিন উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার প্রস্তুতির সন্দেহজনক আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।’



