সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রসারে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সেমিনার

সিলেট জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে রোববার এসএমপি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগে ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন ) অধ্যাদেশ- ২০২৫ ও আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা -২০২৫’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রসারে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সেমিনার
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রসারে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সেমিনার |নয়া দিগন্ত

সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রম প্রসারে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে রোববার (২৩ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগে ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন ) অধ্যাদেশ- ২০২৫ ও আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা -২০২৫’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্কুল অব ল’-এর ডিন অধ্যাপক মোহাম্মদ শেখ আশরাফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ ইসরাত ইবনে ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি শুধু শিক্ষাদান নয়, সমাজের সামগ্রিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে বিশ্বাসী। সরকারি আইনগত সহায়তা সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা বাড়ানো একটি সময়োপযোগী পদক্ষেপ।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শেখ আশরাফুর রহমান বলেন, ‘আইন শিক্ষার্থীদের উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং সমাজে ন্যায় প্রতিষ্ঠায় বাস্তব অবদান রাখা। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার দিগন্ত প্রসারিত করে। দুইটা পক্ষের বিরোধ মীমাংসা করে দেওয়া অনেক বড় এবাদত।’

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ।

তিনি বলেন, ‘সরকারের আইনগত সহায়তা সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতে একটি অন্যতম হাতিয়ার। সরকার আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা ২০২৫- প্রণয়নের মাধ্যমে এই সেবা আরও সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নিয়েছে।’

পাশাপাশি সরকার সিলেট জেলা সহ প্রকল্পভূক্ত ১২টি জেলায় পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ীভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক দাবি প্রভৃতি বিরোধের জন্য মামলাপূর্বক বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান চালু করেছে।

এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শের-ই-আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো: তারেক মিয়া।